আসন্ন কচুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।
রবিবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।
গনসংযোগ কালে তিনি বলেন, আমি তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকল জনগণের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সকল শ্রেণীর জনগণের সমর্থনে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমি টানা ১৫ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক কাজের সাথে জনগণের কাছে থেকে সেবা মূলক কাজ করেছি। বর্তমান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রাণপ্রিয় নেতা কচুয়ার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ আশা করি আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন দিবে এই উদ্দেশ্যে আমি কচুয়ার প্রতিটি গ্রামের জনগণের কাছে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছি।
গণসংযোগ ও কুশল বিনিময় কালে পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি ইউনুছ পাটওয়ারী,সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ইউপি সদস্য শাহজাহান, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান সর্দার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডালিম সরকার,রোবেল হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ, সোহাগ হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামসহ দলীয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।