চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় একটি চিনি কলে আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৪টার কিছু আগে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির অবস্থান কর্ণফুলী নদীর পাড়ের চরলক্ষ্যা এলাকায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টা ৫৫ মিনিটে তারা এস আলমের চিনির কারখানায় আগুন লাগার সংবাদ পান। এর পর ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর চন্দনপুরা এবং আগ্রাবাদ থেকে আরও ছয়টি গাড়ি ঘটনাস্থলে দিকে রওনা হয়।