মতলব দক্ষিণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মনোয়ারা বেগম।
তিনি অফিস আদেশ মোতাবেক আজ ৬মার্চ বুধবার সকাল ১১টায় মৎস্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় নবাগত মৎস্য কর্মকর্তার নিকট চার্জ হস্তান্তর করেন ও ফুলেল শুভেচ্ছা জানান, সদ্য বিদায়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
নবাগত মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন জশাতুয়া গ্রামে। তিনি ৩৩ তম বিসিএস পরিক্ষায় (মৎস্য) বিভাগে উত্তীর্ণ সদস্য। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় একুয়াকালচার বিষয়ের উপর এমএসসি সম্পন্ন করেন।
তিনি এর পূর্বে মতলব উত্তর উপজেলায় দীর্ঘদিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
এসময় তিনি বলেন, নতুন কর্মস্থলে যোগদান করে ভালো লাগছে। মতলব দক্ষিণ উপজেলার প্রশাসন, জেলে, মৎস্যজীবী, ব্যবসায়ীদের সহযোগিতায় সামনে এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
নব যোগদানকৃত মৎস্য কর্মকর্তাকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও বব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মনোরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক মধু সিংহ, ইউনিয়ন ভিত্তিক মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লীফ) মোবারক হোসেন (উপাদী দক্ষিণ), রিংকু কর্মকার (উপাদী উত্তর), নারায়ন মজুমদার (নারায়নপুর) তাপস সরকার (খাঁদেরগাঁও) মোঃ রিফাত পাটওয়ারী (নাঁয়েরগাঁও দক্ষিণ), মাসুদ পাটওয়ারী (নায়েরগাঁও উত্তর)। এছাড়াও নবাগত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এলাকার ঘের মালিক, মৎস্যচাষী ও বিশিষ্ট ব্যবসায়ীরা।
উল্লেখ্য যে, সদ্য বিদায়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস’কে মতলব দক্ষিণ থেকে মতলব উত্তর উপজেলায় বদলী করা হয়েছে। ইতোমধ্যেই তিনি যোগদান সম্পন্ন করেছেন।