চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় গণতান্ত্রিক পদ্ধতিতে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। দীর্ঘদিন পর শাহমাহমুদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়। একে বারে জাতিয় নির্বাচনের মত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ভোটের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ন নির্বাচিত হন ২নং ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন মিজি, ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মহিলা সদস্য ফিরোজা বেগম,৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান হাজী।
প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন, নির্বাচন সার্বিক ভাবে সহযোগীতা করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাহমাহমুদপুরে প্যানেল চেয়ারম্যান গঠন করায় শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টুর প্রতি সকল ইউপি সদস্যগন কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
শাহমাহমুদপুরে নির্বাচিত সদস্যরা হচ্ছেন, নাজির হোসেন, শাহাদাত হোসেন মিজি, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল খান, জিয়াউর রহমান তপাদার, গোহাগ পাটওয়ারী, ইব্রাহীম তালুকদার, হাবিবুর রহমান, কবির হোসেন রনি, মহিলা সদস্য মুক্তা বেগম, ফিরোজা বেগম, লাকী বেগম।