কচুয়া পৌর বাজারে যানজট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন, রমজানের পবিত্রতা রক্ষার নির্মিত্তে, পৌর মেয়র নাজমুল আলম স্বপন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কচুয়া পৌর বাজার ব্যবসায় পরিচালনা সমিতি ও বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও অফিস সহাকারী নাছির আলম নসুর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া পৌর বাজার ব্যবসায় পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাধারণ সম্পাদক মনির প্রধান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম ও তাজুল ইসলাম রাজু, পৌর কাউন্সিলর মাসুদ আলম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী হেদায়েত মুন্সি, শিবুলাল সাহা, আনোয়ার হোসেন শিকদার, সেলিম সরকার, প্রিয়তুষ পোদ্দার প্রমুখ। বক্তারা পৌর বাজারের যানজট নিরসনে সকাল ৮টা হতে রাত ৮টার মধ্যে ভারী যানবাহন, ট্রাক, পিকআপ গাড়ী প্রবেশ না করা, পৌর বাজারের প্রধান সড়কের দুই পাশে ফুটপাতের দোকান সরিয়ে ফেলা ও রমজানের পবিত্রতা রক্ষার্থে অসৎ ব্যবসায়ীরা যেন জিনিসপত্রের দাম বৃদ্ধি না করতে পারে সে লক্ষ্যে বাজারে মনিটরিং টিম কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাজারে চুরি-ছিনতাই ঠেকাতে দক্ষ পাহাড়াদার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব কাজে সার্বিক সহযোগীতা করবেন কচুয়া থানা পুলিশ।