কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে মনপুরা গ্রামের অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়। বিতরণ কালে সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান, সহ-সভাপতি জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান সুজন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের স্বেচ্ছাসেবীরা প্রতি বছরের ন্যায় এ বছরো প্রায় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এ সংগঠনটি সকলের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। এছাড়াও এ সংগঠন সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজ বাল্য বিবাহ প্রতিরোধ, গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রক্তদান, বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে আসছে। তিনি আরো বলেন, রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম বেড়ে যায় এতে করে অল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়ে যায়। আমরা সবাই মিলে উত্তর-পশ্চিম মনপুরা স্বপ্নের ছোঁয়া যুব সংঘের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। রমজানের ঈদেও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।