অশ্লিলতা-বেহায়াপনা বন্ধের আহ্বান
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুমিল্লা নগরীতে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১১ মার্চ) দুপুরে নগরীর লাকসাম রোডে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের শতাধিক কর্মী।
নগর সেক্রেটারির সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর সভাপতি।নগর সভাপতি তার বক্তব্যে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সংযমের মাস। তাই সকল প্রকার অশ্লিলতা বন্ধ করতে হবে। প্রকাশ্যে খাবার হোটেল খোলা রাখা যাবে না। রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় বেহায়াপনা বন্ধে গ্রহণ করতে হবে। ইসলাম বিরোধী ধর্মহীন শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে। র্যালিতে মহানগর শিবিরের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ডের শতাধিক কর্মী অংশ গ্রহণ করেন