মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ’ এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক গরীব, অসহায়, কর্মহীন ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন পাটঃ
উপদেষ্টা , বোরহান গাজী,সুলতান বেগ,আখন শরিফ, জয়নাল আবেদীন,মুজাম্মেল হো: জুয়েল, নোমান ছৈয়াল,ইন্জিনিয়ার শামিম,
এর সুপরামর্শে ও প্রতিষ্ঠাতা সদস্য, সোহেল ছৈয়াল,হেলাল গাজী,ফারুক পাট:,শাকিল,সিদ্দিক ছৈয়াল,
পরিচালক, আন্নাছ কাজী, হাবিবুর রহমান, হোসেন, আখন সোহেল ,
দাতা সদস্য,আখন সোহাগ,ইয়াসিন রাড়ী,হাসান ছৈয়াল এর সার্বিক সহযোগিতায় এ-ই ইফতার বিতরণ করা হয়।
১৮ (মার্চ সোমবার) বিকালে
চাঁদপুর হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের সেচ্ছাসেবী সংগঠন বন্ধু তরুণ সমাজকল্যান পরিষদ ক্লাবে ইফতার বিতরণ অনুষ্ঠানে বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুমন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত পাটওয়ারীর পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা দেলোয়ার হোসেন গোলদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শামিম ভূইয়া, রহমত উল্লাহ পাটওয়ারী,মমিন কবিরাজ, ক্লাবের
সভাপতি তুহিন হাওলাদার ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।