আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন বর্তমান হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম। ইতিমধ্যে তিনি বিষয়টি তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনগণের চাহিদার প্রেক্ষিতে আমি আবারও প্রার্থী হচ্ছি একই পদে, অর্থাৎ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রতিদ্ধন্ধিতা করে বিজয়ী হয়েছি, আমাকে হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের সম্মানিত ভোটাররা ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করেছে, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবার ও আমি আমার ভোটার ও সমর্থকদের জোরালো সমর্থনে ঘোষনা দিচ্ছি, আমি আবার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবো ইনশাআল্লাহ। আশা রাখি ভোটাররা পূর্বের মত আমাকে আবার ও ভোট দিয়ে নির্বাচন করে জনগনের সেবা করার সুযোগ দিবেন।
শাহানাজ বেগম ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির করে আসছেন।
চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী আসনের এমপি, সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করার জন্য সব সময় কাজ করছেন।
তিনি বলেন, আমি নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের জন্য আবারও প্রার্থী হচ্ছি, আমি আমার ভোটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি, নির্বাচনী তফসিল ঘোষনার পর সক্রিয় ভাবে মাঠে নেমে কাজ করবো।