শাহরাস্তিতে মসজিদের ইমামের কাছে পানি পড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী যুবতী (২৪)। ঘটনায় অভিযুক্ত ইলিয়াছুর রহমানকে (২৯) গ্রেফতার করে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডীপুর হীরার বাড়ির মৃত সামছুল হকের পুত্র মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। গত বছরের ১০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩ টার দিকে দেবীপুর গ্রামের ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী (২৪) পানি পড়া আনতে মসজিদ সংলগ্ন ইমামের থাকার কক্ষের সামনে যায়। ওই সময় অভিযুক্ত ইমাম ভুক্তভোগীকে হাত ধরে টেনে রুমের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর গত ২০ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী একটি অপরিপক্ক সন্তান প্রসবের পর বিষয়টি পরিবারের নজরে আসে। ভুক্তভোগী জানায় ধর্ষণের পর গর্ভবতী হয়ে পড়ায় সে বিষয়টি ইমামকে জানালে তাকে গর্ভপাতের ২ টি ট্যাবলেট খাইয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করলে সোমবার (১৮ মার্চ) গভীর রাতে পুলিশ টামটা উত্তর ইউনিয়নের রাজাপুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন ও ডিএনএ পরিক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।