বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ ২০২৪ প্রতিযোগিতায় ৮ ইভেন্টে অংশগ্রহণ করে ৪টিতে দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন। যা সফলতার হারে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ।
২৪ মার্চ ১০টায় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন। এতে ভাষা সাহিত্য (খ বিভাগ) প্রতিযোগিতায়
১ম স্থান অর্জন করে ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী সাবিহা তাসনিম মিম, গনিত ও কম্পিউটার (খ বিভাগ) প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র
সাইফুল ইসলাম, দৈনন্দিন বিজ্ঞান (ক বিভাগ) প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে ৭ম শ্রেনীর মেধাবী ছাত্র নিসর্গ বর্নিল এবং বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ(ক বিভাগ) প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী তাসনিম জাহান।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব নুর হোসেন পাটওয়ারী ও অধ্যক্ষ জনাব মোহাম্মদ রুহুল আমিন।