চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বৃহত্তর বলশিদ গ্রামের যুব সংগঠন “আলোকিত সমাজ চাই” নামে সামাজিক কার্যক্রমের আলোচনায় নিয়মিত এই সংগঠন।
জানাযায় ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত চলমান রয়েছে। বৃক্ষরোপণ, সমাজিক সচেতনতা, বিশেষ সম্মাননা, গরীব অসহায়দের সাহায্য সহযোগিতা পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও পাঠাগার বই পড়া ও বিতরনের, যে কোন মৃত ব্যক্তির শেষ বিদায়ের সকল কাজ সম্পাদান করার মধ্যে জেলা ব্যাপি সাড়া জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এরই প্রেক্ষিতে চাঁদপুর যুবউন্নয়নের রেজিষ্ট্রেশন যুউঅ/চাঁদ/২০২২-২৬ স্বীকৃতি সনদ লাভ করেন।
সংগঠনের বর্তমান সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও সুশীল ও সম্মানিত ব্যক্তিদ্বয়ের মাধ্যমে ইফতার ও দোয়া আয়োজনের এ বছর “আলোকিত সমাজ চাই” যুব সংগঠন বৃহত্তর বলশীদের সকল মুক্তিযোদ্ধা, শিক্ষক, পেশইমাম, খতিবদের নিয়ে ১২-ই রমজান, শনিবার, ২৩ মার্চ ২০২৪ খ্রি. ইফতার ও দোয়া অনুষ্ঠান সুসম্পূর্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুয়াজ্জম হোসাইন পাটোয়ারী। এছাড়া বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাব ও ক্ষতিব সহ উপস্থিত সুধীজনের গুরুত্বপূর্ণ আলোচনায় আয়োজন সমৃদ্ধ হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক জুয়েল বলেন, অনুষ্ঠানে গুনীজন সহ গ্রামের সকল মুরব্বিদের প্রানবন্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা এবং উৎসাহিত জুগিয়েছে। এবারে আমাদের আয়োজনে প্রায় ২৫০জন ইফতার করার মাধ্যমে দোয়ায় অংশগ্রহণ করেন। আয়োজনের বিষয়ে তিনি আরো বলেন, আমরা এলাকার কিছু সচেতন নাগরিকদের সম্মনয়ে আর্থিক ও পরামর্শের মাধ্যমে এই আয়োজন সম্পূর্ণ করে থাকি। রমজান মাস ব্যাপি ইফতার বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম যাথারীতি চলমান রয়েছে।
এসময় বীর মুক্তিযুদ্ধা, সাবেক মেম্বার নূর-ই-আলম বলেন, আমাদের ছেলেদের কাজ যথারীতি প্রসংসনীয়। তাঁদের এই কাজকে আরো গতিশীল ও সর্বস্তরে তুলে ধরার মাধ্যমে সামাজিক উন্নয়ন বেগবান করছে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টামটা ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ দর্জি বলেন, শাহরাস্তি উপজেলায় এটি একটি বৃহত্তর সংগঠন। সকল আয়োজনে তিনি ছিলেন এবং সবসময় তাঁকে রাখার অনুরোধ করেন। এসময় চেয়ারম্যান বলেন, এই এলাকার রাস্তা সহ সকল বিষয়ে আমি গুরুত্ব দিয়ে কাজ করার ছেষ্টা করি। অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পাদান করার আশ্বাস দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল আলম পাটোয়ারী বলেন, আলোকিত সমাজ চাই’র কার্যক্রম নিয়মিত মুগ্ধ করে। এই সংগঠনের সার্বিক কাজে তিনি রয়েছেন বলে জানান।
সংগঠনের অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান শাকিল বলেন, আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সকলেই একত্রিত হয়ে এ কাজ করছি। তিনি আরো বলেন এই সংগঠনটি যদিও ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এরও পূর্ব থেকে নিয়মিত সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। অবাক হওয়ার বিষয় এই যে এলাকায় ৩০০ এর বেশি যুব সদস্য ছোট বড়, দল মত নির্বিশেষে সকলেই মিলে এই কাজ নিরবচ্ছিন্ন ভাবে করে যাচ্ছে।
সাংগঠনিক সম্পাদক রাহাত বলেন, এলাকার সমাজিক সকল কাজ আমরা নিয়মিত করছি, যা এখনো চলমান রয়েছে। এই ইফতার আয়োজন আমাদের সারা বছরের বিভিন্ন কাজের একটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ এই বছর ব্যাতিক্রমি আয়োজন করার মাধ্যমে, সুন্দর সমাজ বিনির্মানে সহযোগিতা করতে পারেন, এমন সকল মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি রোল মডেল সামাজিক সংগঠনের অন্যতম থাকবে, “আলোকিত সমাজ চাই” সেই প্রত্যাশা এবং সকলের নিকট সংগঠনের সফলতা কামনা করেন।