চাঁদপুরের হাজীগঞ্জে সড়কে অটোরিক্সা উল্টে চালকের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে হাজীগঞ্জ কচুয়া সড়কের বদরপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারে গাড়িটি ধাক্কা খেয়ে পড়ে যায়।
স্থানীয় লোকজন দৌড়ে এসে অটোরিক্সা চালক মহিনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখেই মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
অটোরিক্সা চালক মহিন উদ্দিন (২৫) পৌরসভার টোরাগড় হুন্ডার মেকার কবির কাজীর ভাগিনা। ছোট বেলা থেকে মামার সাথে মোটরসাইকেল মেরামতের কাজে নিয়োজিত ছিলেন। বর্তমানে কাজ কমে যাওয়া অটোরিক্সা চালানো শুরু করে সেখানেই জীবনের ইতি টানতে হয়।
এদিকে স্থানীয় সুজন, রাজন ও সাইফুল ইসলাম বলেন, টোরাগড় দক্ষিণ পাড়ার ছেলে হিসাবে মহিন ছিলেন শান্ত প্রকৃতির। তার অকাল মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের মাতম দেখা যায়।