সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সৌদি আরবের জেদ্দা শহরের কারাম জেদ্দা হোটেল আল বোগদাদীয়া এই আয়োজন করেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরবের জেদ্দা লেবার মিনিষ্টার কন্সাল জেনারেল বাংলাদেশ এম কাজী ইমদাদুল ইসলাম, চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার।
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন বেপারি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাবিব উল্ল্যাহ পাটোওয়ারীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার সরকার, উপদেষ্টা হুমায়ন কবির, মোঃ নাছির উদ্দিন বেপারি, গাজি শরিফ, চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন আমির, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রেমিটেন্স বৃদ্ধিতে প্রবাসীদের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। যাতে করে প্রবাসে থেকে বাংলাদেশীরা নির্বিঘ্নে কাজ করে যেতে পারে। তারা বলেন, প্রবাসীদের সুখে-দুখে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।