চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি থানার ওসি মো. সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জনা যায়, শনিবার (৩০ মার্চ)দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তর পাশে চাঁদপুর – লক্ষীপুর সড়কে পূর্ব পাশের মুকুল পন্ডিতের স্কুলের ব্রিজের নিচের খাল কয়েক মাস বয়সী নবজাতকের মৃত্যু দেহ বাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান মৃত নবজাতকের মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।