শনিবার মার্চ সন্ধ্যায় উপজেলার আয়নাতলী বাজারের ভাংগারি দোকানে স্থানীয় লোকজন একটি টিউবওয়েল সহ ১জন চোরকে আটক করিয়া থানায় সংবাদ দিলে এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বর্নিত ঘটনাস্থলে হাজির হইয়া আসামীকে হেফাজতে নিয়া নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার নাম মোঃ বাপ্পি (২০), পিতা- মোঃ তুহিন, সাং- শোরশাক (শোরশাক বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর বলিয়া জানায়। এসআই জাকির হোসেন বাদী সহ সাক্ষীদের উপস্থিতিতে টিউবওয়েলটি জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং ধৃত আসামী সহ টিউবওয়েল থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে বাদীর অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর শাহরাস্তি মডেল থানা মামলার রুজু করা হয়