আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন ১নং বিষ্ণুপুর ও ৩নং কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মী ও ভোটারদের সাথে নিয়ে দিন ব্যাপী গনসংযোগ করেন।
সোমবার (১লা এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ও ৩নং কল্যাণপুরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে। এ সময় প্রিয় মানুষটিকে কাছ থেকে দেখার জন্য উৎসাহীজনতা জড় হতে থাকেন। তারা তাদের সুখ দুঃখের কথা প্রিয় নেতার কাছে শেয়ার করতে থাকে। নেতাও তাদের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং সমাধানের জন্য প্রতিশ্রুতি দেন।
এই সময় ভোটারদের অনেকেই বলতে শুনা যায় তারা এবার উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী পেয়েছে। আর সেই যোগ্য প্রার্থী হচ্ছে এডভোকেট হুমায়ুন কবির সুমন। তাকে ভোট দিয়ে ভোট উৎসবের মাধ্যমে জয়ী করতে অধীর আগ্রহে রয়েছে উপজেলাবাসী।
এক সাক্ষাৎকারে এডভোকেট হুমায়ুন কবির সুমন বলেন ‘এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। ‘৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল-সবুজের বাংলাদেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।