কচুয়া যুবলীগ নেতা গোলাম মোস্তাফার গোয়ালঘর থেকে ৫ গরু চুরি হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে গরু গুলো চুরি হয়। চুরি হওয়া ঘটনায় গোলাম মোস্তাফা কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চুরি হওয়ায় গরু গুলোর মধ্যে একটি ফ্রিজিয়ান জাতের কালো সাদা রঙের দুইটি গাভী গরু। ফ্রিজিয়ান কালো সাদা রঙের ধামরী গরু একটি। সাইওয়াল জাতের লাল রঙের একটি গাভী গরু। দেশী জাতের কালো রঙের একটি ধামরি গরু। চুরি হওয়া এইসব গরুর মূল্য প্রায় ৫ লক্ষ ৯০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন যুবলীগ নেতা মোস্তাফা কামাল।
মোস্তাফা কামাল জানান, শুক্রবার রাত ১ টার দিকে গোয়াল ঘরে গরু দেখে ঘুমাতে যাই। রাত ৩টার দিকে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু না দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করেন। এসময় তার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখতে পায় গোয়াল ঘরের গরু গুলো চুরি হয়ে গেছে। আমি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। রাজনীতির পাশাপাশি গরুর খামারের ব্যবসা করি। গরু গুলো আমার শেষ সম্ভল ছিল। ৫ টি গরুর মধ্যে সবকয়টি গরু চুরি হয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার জীবিকার পথ বন্ধ হয়ে গেছে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, গরু চুরির ঘটনায় মোস্তাফা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং চুরি হওয়া গরু গুলো উদ্ধারসহ চোরদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।