চাঁদপুর সদর উপজেলার হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি আটক করা হয়েছে ।২ এপ্রিল রাতে যশোর থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসা দিদার পরিবহন থেকে হরিনা ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে হরিনা নৌ পুলিশ ফাড়ি ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে এই চিংড়ি আটক করা হয় । পরে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি গুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
এবিষয়ে হরিনা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসা দিদার পরিবহনে অভিযান পরিচালনা করি এসময় কোস্ট গার্ডও আসে। তখন আমাদের যৌথ অভিযানে ৫০০ কেজি জেলিযুক্ত বিষাক্ত চিংড়ি আটক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সদর মোঃ তানজিমুল ইসলাম,হরিনা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ,
কোস্ট গার্ড চাঁদপুরের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম।