হাইমচর উপজেলায় মরহুম মাওলানা নুরুজ্জামান ও মরহুমা জিয়াউন্নেসার মৃত্যু বার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ২৪ শে রমজান সকালে মরহুম মাওলানা নুরুজ্জামান ও মরহুমা জিয়াউন্নেসা মাদ্রাসা প্রাঙ্গনে মরহুম হুজুরের আওলাদ গন এর আয়োজনে ও দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারী ড. মোঃ সেলিম উল্যাহ এর সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমিনুল্লাহ, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আহসানউল্লাহ, সহ সভাপতি মাওলানা মোঃ মজিবুল্লাহ, সহ সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান ও এলাকার ওলামা মাশায়েখ, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মহিববুল্লাহ ওমরা হজ্ব পালনের জন্য পবিত্র মক্কায় অবস্থান করছেন। এবং তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।