প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার মাত্র ৬ মাসের মাথায় মিনারা (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ওই নারীর পরিবারের দাবি স্বামী লিটন বেপারী তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে। মিনারার বড় বোন আসমা আক্তার হেনা জনান, তারা ঢাকার ডেমরা এলাকার স্থায়ী বাসিন্দা।
৬ মাস আগে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকার লিটন বেপারি মিনারাকে পালিয়ে নিয়ে বিয়ে করে। লিটন বেপারি মিনারাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।
ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে।