চাঁদপুর জেলার হাইমচর উপজেলাবাসীকে পবিত্র ঈদ- উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
এক শুভেচ্ছা তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ- উল-ফিতর উদযাপিত হতে যাচ্ছে। পবিত্র ঈদ- উল-ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ- উল-ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যায় এবারের ঈদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে। আগামী দিনগুলো সবার জন্য হোক সত্য ও সুন্দর। ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক এবারের পবিত্র ঈদ- উল-ফিতরের উৎসবের ঐকান্তিক কামনা।