অমরেশ দত্ত জয়ঃ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি দেওয়ান মোঃ সফিকুজ্জামান আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবোনা।
গণমাধ্যমকর্মীদের এমনটি জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির একাধিকবারের সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান।
তিনি বলেন, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে না। তাই আমি দলের তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে এই নির্বাচন করার প্রশ্নই আসেনা। জনগণের প্রতি বলতে চাই, এদেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ নেই। তাই বিএনপি এই নির্বাচনে যাচ্ছে না। এমনকি এই নির্বাচনের সাথে জনগণেরও কোন সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার আদায়ের মাধ্যমে আন্দোলন সফল হওয়ার পর এই সরকারের পতন ঘটাবো। আর এরপরই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হলে দলীয় সিদ্ধান্ত নিয়েই আমি আবারো জনগণকে সাথে নিয়ে দলের নির্বাচন করবো।
তিনি আরও বলেন, দল বা জোটের বাহিরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো এবং জনগণকে সাথে নিয়েই ওই বেঈমান মুনাফিককে অবাঞ্চিত ঘোষণা করা হবে।