চাঁদপুরের হাজীগঞ্জ বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নৌবাহিনীর (অব.) সিভিল অফিসার সৈয়দ আহম্মদ মজুমদার। শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন এর সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সভায় উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্ত্তী, নবনির্বাচিত কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. জাহেদুর রহমান, বিল্লাল হোসেন মজুমদার, মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য কামাল হাজী, মোহাম্মদ মিজানুর রহমান, সঞ্জিব সাহা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, অধ্যাপক এসএম লিয়াকত হোসেন, অধ্যাপিকা মোসাম্মৎ মাছুমা আক্তার।
সভায় সভাপতি ও অন্যান্য বক্তাগণ কলেজ প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে ইতোমধ্যে অবদান রেখেছেন ডা. মরহুম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন নসু চৌধুরী, প্রতিষ্ঠাতা মরহুম মকবুল আহমেদ আকন্দ, মরহুম অধ্যক্ষ মকবুল আহমেদসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া কলেজের সুন্দর এবং স্বচ্ছ এই নবনির্বাচিত কমিটি উপহার দেয়ার জন্য চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সভাপতিসহ সকল সদস্য। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।