সারাদেশে কয়েকদিনের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রমজীবি সহ সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সর্বরাহ করেছে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরের শহরের কালী বাড়ির মোড় পুলিশ বক্সের সামনে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ কার্যক্রমের চালু করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
পর্যায়ক্রমে শহরের , ডিসি অফিস সংলগ্ন,পালের বাজার ব্রীজের সামনে, বীপনিবাগ বাজার বেশ কয়েকটি স্পটে পৌরসভার উদ্যেগে পথচারীরা বিশুদ্ধ খাবার পানি ফ্রিতে খেতে পারবেন।
অটোরিকশা চালক মকবুল মিয়া বললেন, মেয়রের এমন উদ্যোগ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে চাঁদপুর পৌরসভার মেয়র মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। মেয়রের এমন কর্মকাণ্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, যতদিন পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ অব্যাহত থাকবে।