চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে শনিবার (২৭ এপ্রিল) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার মহিবুর রহমান।
তিনি বলেন, অন্য একটি কোম্পানি গ্যাস লাইনের মেরামত কাজ করবে। এতে জেলার যেসব স্থানে গ্যাস সংযোগ রয়েছে, সেসব স্থানে মাইকিং করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রাহককের দুর্ভোগ এড়াতে মেরামত কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহের প্রস্তুতি রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সব শ্রেণীর সম্মানীত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৭ এপ্রিল) শনিবার সকাল ৮টা থেকে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত একদিন চাঁদপুরের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে সচেতন থাকা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে বিশেষভাবে অনুরোধ করা হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’