চাঁদপুরসহ সারাদেশে বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে চরাঞ্চলের মানুষ অসুস্থ হয়ে পড়ছে । এই গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। তুলনামূলক বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা।
রোগীর চাপ বাড়ায় সবাইকে ভর্তি রাখাও কঠিন হয়ে পড়ছে। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছে অনেকে।
শিশু রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনে শ্বাসকষ্ট নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
আছমা বেগম তাঁর তিন বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদাউসকে ভর্তি করিয়েছেন নিউমোনিয়া, গরমের কারণে তাঁর মেয়ের শরীর দুর্বল হয়ে গেছে। শ্বাস নিতে অসুবিধা হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছেন। এদিকে শিশু রোগীর পাশাপাশি বৃদ্ধ কিছু যুবক রা প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায় গত কয়েকদিন ধরে গরমে তাপদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে জানা যায়, সাধারণত প্রতিদিন বহির্বিভাগে রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা বেরিয়ে চলছে। এদিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বলেন, গত বছরের তুলনায় এ সময় জ্বর নিউমোনিয়া রোগী বেড়েছে। ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এই প্রচণ্ড গরমে। এই মুহূর্তে হাসপাতালে অনেক নিউমোনিয়া রোগী ভর্তি আছে। কিন্তু ডায়রিয়া রোগী ভর্তি আছে । গরমের রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে আমরা সব রোগী বেডে দিতে পারছিনা তবে তারা চিকিৎসা নিচ্ছেন এবং সকলকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেবা নিতে আসা রোগীরা গরমে হাঁসফাঁস করছে। প্রচণ্ড গরমে যখন বিদ্যুৎ চলে যায় তখন রোগীরা দিশেহারা হয়ে পড়েন।