চট্টগ্রামের ফটিকছড়িতে একটি চা–দোকানে নুর হোসেন (৭৫) নামের এক প্রবীণ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবু তাহের (৬২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মালেক শাহ মাজার বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন কাঞ্চননগর সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি বৈদ্যের (তাবিজ, জাদুটোনা, ঝাড়ফুঁক) কাজ করতেন। অভিযুক্ত আবু তাহেরের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের খান মোহাম্মদপাড়া এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাজারের চা–দোকানে বসা ছিলেন বৈদ্য নুর হোসেন। হঠাৎ চা খাওয়া অবস্থায় আবু তাহের দা দিয়ে এলোপাতাড়ি নুর হোসেনকে কোপাতে থাকেন। অন্যরা এগিয়ে এলে দৌড়ে পালিয়ে ঘরে চলে যান আবু তাহের। স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণ করেন।
মানুষের ধারণা, তাবিজ-কবচবিষয়ক কাজের নানা ক্ষোভ থেকে নুর হোসেনকে কুপিয়েছেন আবু তাহের। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আজ শনিবার বিকেলে তাঁর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর একই দিন রাত দেড়টার দিকে আসামি আবু তাহেরের ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা চেষ্টা করছি খুনের কারণ খুঁজে বের করতে। অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তারের পাশাপাশি খুনে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ সকালে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।’