হাইমচরে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) আলগী উত্তর ইউনিয়নের কাটাখালী এলাকার আব্দুল ওয়াহেদ এর বাড়ির সামনে থেকে এই ৩ মাদক কারবারিকে আটক করেন হাইমচর থানার এস আই (নিরস্ত্র) মো: পলাশ হোসেন।
আটককৃতরা হলেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো: মহসিন পাটওয়ারী (কালা মহসিন) এর ছোট ভাই ফরিদ হোসেন পাটওয়ারী(২৩), মো: ইয়াসিন বেপারী(২৪), পিতা: রব বেপারী, অপু তালুকদার (২২) পিতা: কাদির তালুকদার।
এস আই পলাশ জানান, কাটাখালী এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে— এমন গোপন খবরে সকাল ১১টায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ হাতেনাতে এই ৩জন মাদককারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক তিন জনের নামে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরন করা হয়।