তীব্র তাপদাহে তৃষ্ণার্ত শ্রমজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুর হোসেন পাটওয়ারী।
রবিবার ও সোমবার (২৮ ও ২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা সদরস্থ আলগী বাজারের ৫টি স্পটে এই কার্যক্রম চলে এবং হিট এলার্ট যতদিন অব্যাহত থাকে, ততদিন এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে ঘোষণা দেন নুর হোসেন পাটওয়ারী।
ঠান্ডা পানি ও শরবত পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, ‘এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে নুর হোসেন পাটওয়ারী যেই ঠান্ডা পানি, শরবতের ব্যবস্থা করেছেন এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
স্কুল শিক্ষার্থী মুনিতাসির বলেন, গরমে ক্লাসে টিকতে না পেরে বের হয়ে এসেছি। অনেক বেশি অস্বস্তি লাগছিলো। এই শরবত খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করা হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বলেন, হাইমচরবাসী যখনই কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কোন দুর্যোগের সম্মুখীন হয় আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। করোনা মহামারীতে দীর্ঘ ৪৪ দিন মানুষের বাসায় স্বেচ্ছাসেবকের মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছি। অক্সিজেন সেবা দিয়েছি। সেবা দিতে গিয়ে আমি করোনা আক্রান্ত হয়েছি। তবুও সেবা অব্যাহত রেখেছি। আজ গরমের কারনে সারাদেশের ন্যায় আমার হাইমচরের মানুষ কষ্ট পাচ্ছে, তাই ব্যক্তি উদ্যোগে আমি এই শরবত খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছি। আলগী বাজারের ৫টি স্পটে এই কার্যক্রম চলছে। মানুষ তৃপ্তি সহকারে শরবত পান করছে এবং জননেত্রী শেখ হাসিনা, ডা দীপু মনি এমপি এবং আমাকে দোয়া করছে।
যতদিন হিট এলার্ট থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ