বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্র মূলক মামলায় জেলখানায় প্রেরনের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন,সুলতান সালাউদ্দিন টুকুকে এই সরকার ফরমায়েশি মামলায় সাজা দিয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবী করছি।সুলতান সালাউদ্দিন টুকু তারুণ্যের সমাবেশে করে এই সরকারের ভীত নাড়িয়ে দিয়েছিলো। আমরা আশা করছি অচিরেই সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্তি দেওয়া হবে।অন্যথায় রাজপথেই তার জবাব দেওয়া হবে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় বক্তব্যে রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল পাটওয়ারী,সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসী , পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের সহ-সভাপতি শামীম জমাদার,যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন,ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শীপন,হাজীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির সুমন, হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান,মতলব উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু,সালাউদ্দিন বেপারী,সহ-সাধারন সম্পাদক জসিম মাতাব্বর, মোক্তার আহমেদ, কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া,কচুয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান মিয়াজী,ছেঙ্গারচর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম সরকার, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,ফরিদগঞ্জ পৌর যুবদলের সভাপতি ইমান হোসেন,সাধারণ সম্পাদক আমিন মিজিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।