তীব্র তাপ প্রবাহ ও খরার তষ্ণার্ত পথচারী মানুষের মাঝে চাঁদপুরের নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ীর উদ্যোগে “প্রজেক্ট প্রশান্তি “নামে দ্বিতীয় বারের মত ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা মে) পুরান বাজারে বিজয়ী এর কার্যালয়ের সামনে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নারী উদ্যোক্তাগন এই শরবত বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করে পুরান বাজারের বিভিন্ন অলিগলিসহ নতুন বাজারের কালিবাড়ির মোড়ে ১০০০ পথচারীর মাঝে শরবত বিতরন করা হয়।
প্রজেক্ট প্রশান্তির কোঅর্ডিনেটোর রোকসানা খান মিম এবং মারিয়া ইসলাম রাত্রির এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, তুষার ফিরোজ, বিজয়ী এর সদস্য মারিয়া ইসলাম, তাসলিমা মুক্তার ,মরিয়ম আক্তার, শাহনাজ আক্তার সহ বিজয়ী এর সদস্যবৃন্দ।
এ সময় পথচারী ও খেটে খাওয়া গরিব অসহায় মানুষ, রিকসা চালক, অটোচালক ও যাত্রি এবং মোটরসাইকেল আরোহী ,বাস ও ট্রাক চালকদের এই ঠান্ডা শরবত খাওয়ানো হয়।
বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের পোগ্রামের উদ্যোক্তা মারিয়া ইসলাম এবং রোকসান খান মিমসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। কোথাও বৃষ্টি নেই। নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। নলকুপে পানি উঠছে না। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। সাধারণ-জনগন প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না। তীব্র গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষদের তৃষ্ণা নিবারণে এই শরবত বিতরণ করা হয়েছে। তৃষ্ণার্তরা এমন ঠান্ডা শরবত খেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, সবাই যদি এমন করে সাধরণ-জনগনের কথা ভাবতো তাহলে মানুষ উপকৃত হতো। আসুন সবাই গাছ লাগাই ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দেই।