তীব্র তাপপ্রবাহের মধ্যে এক মনে কাজ করে চলেছেন নির্মাণশ্রমিক আকবর আলী। তার সঙ্গে আশপাশে কাজ করছিলেন অন্য শ্রমিকরা। বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র হলে দেখা যায় তাদের সঙ্গে। তবে তাদের কেউই শ্রমিক দিবস (মে দিবস) নামে যে একটি দিবস আছে তা জানেন না।
ক্যাম্পাসের ভ্যানচালক, দোকানদার, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্তত ২০ জন শ্রমিকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাদের কেউই শ্রমিক দিবসের বিষয়টি অবগত নন। শ্রমিক দিবসের কোনো বার্তা তাদের কাছে পৌঁছায়নি। দিবসটির বিষয়ে তাদের ভাষ্য ছিল, ‘বিভিন্ন দিবস আছে শুনি। কিন্তু আমাদের নিয়ে কোনো দিবস আছে জানি না। কেউ কোনোদিন বলেওনি। আমরা দরিদ্র মানুষ, কাজ করে খাই। এসব দিবস নিয়ে জানাশোনার সুযোগ হয়নি।’
নির্মাণশ্রমিকরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্য কেউ শ্রমিক দিবসের বিষয়টি তাদের জানাননি। বিশেষ কোনো আয়োজনও নেই। অন্য স্বাভাবিক দিনের মতোই কাজ করছেন তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন তিনটি ভবনের নির্মাণের দায়িত্বে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ। এর প্রকল্প প্রকৌশলী মুন্না আলী জাগো নিউজকে বলেন, ‘নির্মাণশ্রমিকদের তেমন পড়াশোনা নেই। তারা সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। এজন্য দিবসটির বিষয়ে হয়তো ধারণা নেই।’
শ্রমিক দিবসে ছুটি বা বিশেষ কোনো আয়োজন না থাকার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা ভাবা হয়নি। আগামীতে বিষয়টি নিয়ে চিন্তা করবো।’