চাঁদপুরের হাজীগঞ্জ থানায় দুর্ধর্ষ ২ গরু চোর ও আন্ত: ডাকাত দলের ২ সদস্যৎসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনে ও রাতে হাজীগঞ্জ থানার এসআই খোরশেদ আলম ও এসআই নুরুল আমিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ দুর্ধর্ষ গরু চোর ও ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদের আটক করেন।
আটক দুর্ধর্ষ গরু চোর হলো আন্ত:গরু চোরচক্রের সদস্য উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈ গ্রামের শেখ ফরিদের ছেলে আবদুল আহাদ, একই ইউনিয়নের কাশিমপুর গ্রামের ইব্রাহিমের ছেলে মোরশেদ।
আন্ত: জেলা ডাকাত দলের সদস্যদের ডাকাতির প্রস্তুতিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন।
আটককৃতরা হলো পৌরসভাধীন বলাখাল এলাকার মনু মিয়ার ছেলে আবদুল কাদের, দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের সেলিম মিজির ছেলে রাকিবুল ইসলাম।
এসব দূর্ধর্ষ চোর ও ডাকাত সদস্যদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে গরু চুরি ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, বিভিন্ন স্থানে গরু চুরি হচ্ছে। আমরা অনেক গরু চোর আটক করেছি, অনেকগুলো গরুও উদ্ধারা করা হয়েছে। পুলিশ নিয়মিত টহল দেয়ার সময় গরু চুরি ডাকাতির প্রস্তুতিকালে এসব চোর ও ডাকাত সদস্যদের আটক করা হয়েছে। এদের নামে দেশের বিভিন্ন থানায় গরুচুরি ও ডাকাতির মামলা রয়েছে।