সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর জন্যে প্রাথমিক সদস্য আহ্বান করা যাচ্ছে। নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আগ্রহী লেখক, সাহিত্য সংগঠক ও আবৃত্তি শিল্পীরা প্রাথমিক সদস্য পদের জন্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন। সাহিত্য একাডেমির কার্যালয় হতে ৫ মে ২০২৪ তারিখ থেকে নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। আবেদন ফরম জমা দেয়ার সর্বশেষ তারিখ : ২৫ মে ২০২৪ খ্রি.। প্রথম পর্যায়ে সর্বোচ্চ ৭০ জনকে প্রাথমিক সদস্য করা যেতে পারে। এরমধ্যে লেখক শ্রেণিতে ৫০ জন, সাহিত্য সংগঠক ১৫ জন ও আবৃত্তিশিল্পী ৫ জন সদস্য হতে পারবেন।
প্রাথমিক সদস্য পদে আবেদনের যোগ্যতা :
১। আবেদনকারীকে চাঁদপুর জেলার নাগরিক ও চাঁদপুর জেলায় বসবাসকারী হতে হবে। সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। ২। লেখকদের ক্ষেত্রে : আবেদনকারীর ৩০ এপ্রিল ২০২৪ তারিখের পূর্বে ০১টি বই অথবা উল্লেখযোগ্য জাতীয় দৈনিক/ছোটকাগজ/সংকলনে ১০টি লেখা অথবা চাঁদপুরের স্থানীয় পত্রিকা/ছোটকাগজ/সংকলনে ১৫টি লেখা প্রকাশিত হতে হবে। ৩। সাহিত্য সংগঠকের ক্ষেত্রে : চাঁদপুরে বিগত তিন (০৩) বছর ধরে সক্রিয় রয়েছে এমন সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা মহাপরিচালক, পরিচালক) অন্তত দুই (০২) বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। ৪। আবৃত্তিকারের ক্ষেত্রে : অন্তত সাত (০৭) বছর অভিজ্ঞতা অথবা তিন (০৩) বছর আবৃত্তি চর্চা ও জাতীয় গুরুত্বপূর্ণ (যেমন : বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা শহিদ দিবস ইত্যাদি) কর্মসূচিতে আবৃত্তি পরিবেশন করার অভিজ্ঞতা। ৫। বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন না।
আবেদনের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে :
১। নগদ ৩০০ টাকা (অফেরতযোগ্য) দিয়ে চাঁদপুর সাহিত্য একাডেমি অথবা উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর-এর কার্যালয় থেকে সংগ্রহ করা পূরণকৃত প্রাথমিক সদস্য ফরম বা আবেদনপত্র। ২। ক) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। খ) লেখকদের ক্ষেত্রে : ৩০ এপ্রিল ২০২৪ তারিখের পূর্বে প্রকাশিত এককপি বই অথবা উল্লেখযোগ্য জাতীয় পত্রিকা/ছোটকাগজ/সংকলনে ১০টি লেখা অথবা স্থানীয় পত্রিকা/ছোটকাগজ/সংকলনে প্রকাশিত ১৫টি লেখার ফটোকপি। সাহিত্য সংগঠকের ক্ষেত্রে : সংশ্লিষ্ট সংগঠনের প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের প্রত্যয়নপত্র। আবৃত্তিকারের ক্ষেত্রে : জাতীয় দিবস/ উল্লেখযোগ্য অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশনের প্রমাণপত্র। গ) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
বিশেষ দ্রষ্টব্য : সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য এবং যারা পূর্বে সাধারণ সদস্য হয়েছেন (পূর্বের সাধারণ সদস্যদের মধ্যে বর্তমানে যারা সাহিত্যাঙ্গনে সক্রিয় আছেন) তাদের আবেদনের প্রয়োজন নেই।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার স্থান : উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর-এর কার্যালয় ( সময় : অফিস চলাকালীন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত), যোগাযোগ- ০১৮২২-৮৫৭২৯৭ অথবা অফিস কক্ষ, সাহিত্য একাডেমি, জোড়পুকুর পাড়, চাঁদপুর (সময় : প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত)।
প্রয়োজনে যোগাযোগ : মাসুদ দেওয়ান-০১৭৪২-৮৯৬৩৭০