কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া হতে মাঝিগাছা-উত্তর শিবপুর পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কয়েক বছর এ অঞ্চলের মানুষ চলাফেরায় খুবই নাজেহাল ছিল। ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদারের আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে এ সংস্কার কাজের ব্যবস্থা করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে বাতাপুকুরিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে দোয়া ও মুনাজাতে অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদার।
এসময় ইউপি সদস্য শেখ হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাক ডা. জসিম উদ্দিন প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, পল্লী বিদ্যুৎ সাচার এরিয়া পরিচালক মো. ওলি উল্লাহ, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, যুবলীগ নেতা সবুজ পাটওয়ারী, ইকবাল হোসেন, ইউপি সদস্য আকলিমা আক্তার আঁিখ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বুধুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মো. কামরুজ্জামান।
উল্লেখ্য যে, কচুয়া থেকে উত্তর শিবপুর পর্যন্ত সড়কটি কচুয়া এলজিডি অফিসের আওতায় প্রায় ১১কোটি টাকা ব্যায়ে সামস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান উদ্বোধনের মাধ্যমে সংস্কার কাজ শুরু করেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বাতাপুকুরিয়া-মাঝিগাছা উত্তর শিবপুর সড়কের পাকা করন সংস্কার কাজের উদ্যোগ নেয়ায় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এক প্রতিক্রিয়ায় ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার বলেন, প্রায় ২ মাস ৫ দিন পর অসুস্থতার কারনে নিজ এলাকায় মানুষের দোয়া ও ভালোবাসায় ফিরেছি। আমার ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে যা যা দরকার পর্যায়ক্রমে সবই করা হবে।