কচুয়া উপজেলার ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কাদলা এসএস ফাযিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষ মাও. গাজী ইউসুফ। কাদলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরীক্ষার ফলাফল, গভনিং বডির দক্ষতা,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,অবকাঠামোগত সুবিধা,প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা,আইসিটি দক্ষতা, পাঠ দানের নিয়মানুবর্তিতা,শিক্ষার পরিবেশ,জাতীয় দিবস সমূহ উদযাপন প্রভৃতি বিবেচনায় উক্ত মাদ্রাসাটিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নির্বাচিত করাও শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে মাও. ইউসুফকে শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদ্রাসা) নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষা সপ্তাহের যাচাইবাচাই কমিটির সদস্য সচিব একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানা।
কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.ইউসুফ বলেন, আমি প্রথমে কৃতজ্ঞা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজারসহ মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্টদেরকে। আমাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও আমার প্রতিষ্ঠান কাদলা এসএস ফাযিল মাদ্রাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমি গর্ববোধ করছি। বিগত প্রায় ৩ বছরের বেশি সময় আমি মাদ্রাসাটির অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। মাদ্রাসার এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের দক্ষতার সাথে দায়িত্ব পালন, ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যয়নে শিক্ষকদের একনিষ্ঠতা এবং সর্বোপরি অভিভাবকদের সচেতনতাই এই সাফল্যের একমাত্র মূলমন্ত্র।
তিনি আরো বলেন,আমার নিজ এলাকা উপজেলার মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দাখিল,আলিম ও ফাযিল শেষ করে উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমার এলাকার বিদ্যাপিঠ মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আমি দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি।