কচুয়া উপজেলার ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গনিত) মোহাম্মদ আবু হেনা মোস্তফা ইকবাল। শিক্ষা সংক্রান্ত ক্যাটাগরির মূল্যায়নে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় শিক্ষা সপ্তাহের যাচাইবাচাই কমিটির সদস্য সচিব একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানা।
মোহাম্মদ আবু হেনা মোস্তফা ইকবাল বলেন, আমি প্রথমে কৃতজ্ঞা জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদ স্যার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানাসহ মনোনয়ন বোর্ডের সংশ্লিষ্টদেরকে। আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অনুপ্রেরণা সহযোগিতা ও পরামর্শে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।