“আলোকিত হই, পথ দেখাই” এই স্লোগানকে সামনে রেখে,অগ্নিবীনা পাঠাগার সেরা পাঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত সম্পূর্ণ হয়েছে।
শনিবার ৪ মে বিকেল ৪ টায় বাবুরহাট অগ্নিবীণা পাঠাগার কার্যালয় এই পুরস্কার বিতরণ আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সময়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর লাইব্রেরিয়ান জেলা সরকারি গ্রন্থগার রাফিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর শাখার সহ-সভাপতি ও দীপ্তবাংলা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, লাইব্রেরিয়ান জেলা সরকারি গ্রন্থগার সহকারী মোঃ আনিসুর রহমান,নবরূপ পাঠাগার প্রতিষ্ঠাতা সভাপতি পি.এম বিল্লাল হোসেন।
অগ্নিবীণা প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ঢালী।
আলোচকরা বলেন, আমি প্রথমেই অগ্নিবীণাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এতগুলো বই পড়ুয়া একসাথে করার জন্য। আলোকিত মানুষ তৈরিতে বইয়ের বিকল্প নেই। বই পড়ে নিজেকে জানতে হবে, বিশ্বকে জানতে হবে। তোমরা খুবই সৌভাগ্যবান। কারণ এখন অভিভাবক ও শিক্ষকরা বইপড়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন। কিন্তু আমাদের সময় বই পাওয়াটা এত সহজ ছিল না। এ ক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্র বিভিন্ন স্কুলে বই পৌঁছে দিচ্ছে। এটি ভালো উদ্যোগ। বই পড়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের সহ-সভাপতি আকরাম হোসেন,লাইব্রেরিয়ান তানিয়া ইসলাম, কোষাধ্যক্ষ তাহসান, কার্যকারী সদস্য নিহান প্রমুখ।