বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে শুক্রবার (০৩ মে) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর এর আয়োজনে চাঁদপুর বৈশাখী মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নূরজাহান ইসলাম, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান ও চাঁদপুর জেলার পুলিশ সুপার ও চাঁদপুর পুনাক এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম ।
চাঁদপুর পুনাকের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের পুলিশ সদস্যরা ও চাঁদপুর পুনাক এর ছাত্রছাত্রীদের সংগীত, নৃত্য ও নাটক প্রদর্শনী অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে উঠেছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চিত্রাকর্ষক সাংস্কতিক সন্ধ্যার আয়োজনের জন্য পুনাকের অধ্যক্ষদের ভূয়সী প্রশংসা করেন।
এসময় পূজা দাশ রায়, সহ-সভানেত্রী, চাঁদপুর পুনাক,সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর। মতিন উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (আরআই), চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার সঙ্গীত ও নৃত্য পরিচালনা করেন অধ্যক্ষ শিপ্রা মজুমদার ও উপাধ্যক্ষ রাখি মজুমদার।