বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দীর বড় ভাই, থিয়েটারের সাধারন সম্পাদক এবং ছায়ানটের অন্যতম সদস্য শ্রী অশোক রায় নন্দী -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি প্রয়াত শ্রী অশোক রায় নন্দী-এর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার পরিবার -পরিজন, আত্মীয় -স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শ্রী অশোক রায় নন্দী শনিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-সজন, সহকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।