কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৭১৮ জন ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে ৬জন প্রার্থীর মধ্যে অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত করেন।
অভিভাবক সদস্য পদে কাজী আবদুল্লাল আল মামুন ২১৫ ভোট পেয়ে প্রথম, মো. মিজানুর রহমান ১৮৮ ভোট পেয়ে দ্বিতীয়, মো. ইব্রাহিম খলিল ১৭৫ ভোট পেয়ে তৃতীয় ও মো. লোকমান হোসেন ১৭০ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা। এসময় বিদ্যালয়েল প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও. মো. শফিকুর রহমান, আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন এস আই মাহাদী হাসান প্রমুখ।