ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতকার্মীদের সাথে
কচুয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসানের মতবিনিময়
আগামী ২৯মে কচুয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসান কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আমির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন মজুমদার।
সকলের দোয়া ও সমর্থন চেয়ে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, ওমর ফারুক মোল্লা, সফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান মজুমদার, ইউপি সদস্য সাইফুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি তাপস সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, মিলন প্রমুখ।