কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী আলহাজ¦ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী উজানী জামেয়া ইব্রাহীমিয়া মাদ্রাসার পাশে শায়িত প্রয়াত ক্বারী ইব্রাহীম (আ:) এর কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কবর জিয়ারত শেষে উপজেলার সিংআড্ডা, তেতৈয়া, নাহারা, খিড্ডা ও উজানী বাজারসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করেন।
এসময় কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র হুমায়ুন কবীর প্রধান, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, সহ-সভাপতি অ্যাড. মোস্তাক আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন জাকির, সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, যুবদল নেতা ওবায়েদ উল্লাহ ভুলন, কাউসার আহমেদ, ফ্রান্স প্রবাসী নেতা কামরুল হাসান ভূঁইয়া, বিএনপি নেতা মামুন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহান সিরাজী, সদস্য সচিব আল আমিন মোল্লা, কচুয়া পৌর যুবদলের সদস্য সচিব দুলাল প্রধান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতা শাহরিয়ার পিয়াস, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদ ও যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।