জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ১১ মে (শনিবার) কাজেম আলী স্কুল ও কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় গ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী মজুমদার। এছাড়া ঘ বিভাগে জারীগান (দলভিত্তিক) প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করে হৃদিকা বিশ^াস রিয়া ও তার দল; গ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাবাব সরকার, ঘ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী প্রান্ত সাহা এবং ঘ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী দীপা সাহা। রবিবার (১২ মে) দুপুর ১২:০০টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সাথে দেখা করতে আসে। এ সময়ে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহ দেন এবং বলেন লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাঁদপুর কলেজের শিক্ষার্থীরা এবারও জাতীয় পর্যায়ে কলেজের জন্য সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ^াস করেন।