গত ১২ মে ২০২৪ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এবং র্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৮০), পিতা-মৃত মান্দার সরর্দার, মাতা-মৃত লক্ষ্মী বিবি, সাং- উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ), থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।