তৃতীয় ধাপে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনাসর প্রতীকের নির্বাচনে অংশগ্রহনকারী ফয়েজ আহমেদ স্বপন পুনরায় এবারও উপজেলা নির্বাচনে আনারস প্রতীক পেলেন। সোমবার সকালে জেলা নির্বাচন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের সময় লটারী মাধ্যমে আনারস প্রতীক পান তিনি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনারস নিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়নে আনন্দ উল্লাস মিছিল অনুষ্ঠিত হয়। হাজার নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহন করে। দিনভর আনারস হাতে নিয়ে চলে নির্বাচনের প্রচার-প্রচারণা। এতে সারা উপজেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন এক প্রতিক্রিয়া জানান,আনারস প্রতীক আমার এবং আমার সমর্থকদের পছন্দের প্রতীক। লটারীতে আমার ভাগ্যে এ প্রতীকটি এসেছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। ১০৯টি কেন্দ্রের মধ্যে ৯২ টিতে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছি। তারপরও বিজীয় ছিনিয়ে আনতে পারিনি। ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে। কচুয়া বাসী আমাকে ভালোবাসে এবারও পুনরায় আনারস প্রতীকে ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে তার প্রতিফলন ঘটাবে। আল্লাহ তায়ালা নেক নেওয়ামতের কারনে এবারও আমার ও আমার সমর্থকদের পছন্দের প্রতীক আনারস মার্কা লটারীতে আমার ভাগ্যে এসেছে, এতে আমি ও আমার সমর্থকরা খুবই খুশি।