চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপ পিরিজ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান শাহমাহমুদপুর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। সোমবার দিনবর তিনি ইউনিয়নের প্রতিটি স্থানে গণসংযোগ করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমার নির্বাচনী প্রতীক কাপ পিরিজ, আপনারা আমার কাপ পিরিজ প্রতিকে ভোট দিয়ে ২১ তারিখ আমাকে বিজয়ী করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। আমি দীর্ঘদিন জনগনের সেবা করছি। আবারও আমাকে আপনাদের সেবা করার জন্য সার্বিক ভাবে সহযোগীতা কামনা করে ভোট প্রত্যাশা করছি। আমি শান্তিপূর্ণ ভোট চেয়ারম্যান হতে চাই, চোরা ভোটে জনপ্রতিনিধি হতে চাইনা। জনপ্রতিনিধি আমার রক্তের সাথে মিশে আছে। জনসেবা করার আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে। আমার অফিস সব সময় জনসাধারণের জন্য খোলা ছিল, একজন ভিক্ষুক ও সরাসরি আমার রুমে প্রবেশ করতে পারতো, এবার ও আমি নির্বাচিত হলে সে ধারাবাহিকতা অব্যাহত থাককে ইনশাআল্লাহ।
এ সময় সদর থানা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার শাহদাত হোসেন মিজি, আওয়মী লীগ নেতা সাইফুল ইসলাম খান, শহিদুল্ল্যাহ দুলুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।