ভাইস চেয়ারম্যান পদে শাহ জালাল পুনরায় উড়োজাহাজ প্রতীক পেলেন তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় উড়োজাহাজ প্রতীক পেলেন কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল। গত উপজেলা পরিষদ নির্বাচনেও উড়োজাহাজ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন তিনি। সোমবার সকালে জেলা নির্বাচন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের সময় তার পছন্দের উড়োজাহাজ প্রতীক পান তিনি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর উড়োজাহাজ প্রতীক নিয়ে উপজেলা কাদলা ইউনিয়ন,পৌরসভা,উত্তর কচুয়া ইউনিয়ন,বিতারা ইউনিয়নসহ সকল ইউনিয়নে শাহ জালালের মার্কা উড়োজাহাজের সমর্থনে আনন্দ উল্লাস ও মিছিল বের করা হয়। শতশত নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহন করে। দিনভর উড়োজাহাজের প্রতীক হাতে নিয়ে চলে নির্বাচনের প্রচার-প্রচারণা। এতে সারা উপজেলা ব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ জালাল প্রধান জালাল বলেন,উড়োজাহাজ প্রতীক আমার এবং আমার সমর্থকদের পছন্দের প্রতীক। গত উপজেলা পরিষদ নির্বাচনে উড়োজাহাজ মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করি। ওই নির্বাচনে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার প্রতি ছিলো। সে নির্বাচনে কি হয়েছিল আপনারা সবাই অবগত আছেন। এবারও এই নির্বাচনে আমার এবং আপনাদের পছন্দের প্রতীক উড়োজাহাজ মার্কা নিয়ে আপানাদের মাঝে এসেছি। ২৯ মে উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবেন সে বিশ^াস ও আস্থা আপনাদের প্রতি আমার আছে। সকল ভয়ভীতি উপেক্ষা করে আমার উড়োজাহাজ মার্কার সমর্থনে আপনারা সকলে এক জোট হয়ে কাজ করবেন ও উড়োজাহাজের বিজয় নিয়ে ঘরে ফিরবেন । এই উড়োজাহাজ মার্কা পেয়ে আমি ও আমার সমর্থকরা খুবই খুশি।