চাঁদপুর পৌর এলাকার গণসংযোগকালে উপজেলার চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন
আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে সেবাকেন্দ্র
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। ইতিমধ্যে তাকে নিয়ে চলছে চা দোকান থেকে শুরু করে উপজেলার প্রতিটি অলি-গলিতে সর্বস্তরের মানুষের মুখে নানা আলোচনা-পর্যালোচনা।
মঙ্গলবার (১৪ মে) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে অন্যদিকে বিকালে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মী ও মুরব্বীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও ঘোড়া মার্কার
সম্বলিত লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিজয়ী হলে চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো ইনশাআল্লাহ্। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই।
নির্বাচনী গনসংযোগ, ও উঠান বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।